এ অন্যায়ের প্রতিবাদ করায় আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সালাউদ্দিন নামের এক যুবককে মারধর করে রেলিক সিটির সন্ত্রাসীরা।
মারধরে নেতৃত্ব দেন, রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ নিজে। শাহ নেওয়াজের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে গ্রামবাসীদের বিপক্ষে পাল্টা মানববন্ধন চলাকালে সালাউদ্দিন নিজ প্রয়োজনে রাস্তা দিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে ‘চাঁদাবাজ’ চাঁদাবাজ’ বলে পরিচয় করিয়ে দেয়।
চটকদার বিজ্ঞাপন দিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের। বানিয়েছে ৮ হাজার ২৫১ বিঘার মেগা সিটির নকশা। অথচ, এক শতাংশ জমিও রেলিক সিটির নামে নামজারি নেই।
সেই নকশায় গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদ্রাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রম এর জায়গায় প্লট দেখিয়ে বিক্রি করছে রেলিক সিটি। এর প্রতিবাদে গত সোমবার এলাকায় গ্রামবাসী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন করায় গ্রামবাসীকে চাঁদাবাজ আখ্যায়িত করে পাল্টা মানববন্ধন কর্মসূচি করে রেলিক সিটি। এতে ভাড়াটে লোকজনসহ চিহ্নিত ভূমিদস্যুরা অংশ নেয়। ঘটনাস্থলে গেলে প্রতিবাদকারী যুবকের ওপর হামলে পড়ে রেলিক সিটির সন্ত্রাসীরা।
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল
হাসপাতালে খালেদা জিয়ার হাতে ‘জুলাই সনদ’ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা