October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 6:01 pm

সাভারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত জনসভা অনুষ্ঠিত

সাভারে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ জনসভায় কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদলের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসসালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এ সিদ্দিক। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাজু বলেন, আমি এই ইউনিয়নের সন্তান,আমার বাবা সারাজীবন আপনার পাশে থেকে সেবা করেছেন, আমিও সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন এটাই আপনাদের আমার প্রত্যাশা। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সকল সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-ঢাকা বিভাগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম শহীদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুসসালাম থানা যুবদলের সদ্য সাবেক সভাপতি ও কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মোমিনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।