March 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 23rd, 2025, 3:41 pm

সাভারে ট্যানারী শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়নে বিক্ষোভে সমাবেশ 

এস এম মনিরুল ইসলাম, সাভার : আজ রবিবার (২৩ মার্চ ২০২৫) সকাল ১১টায় সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে ট্যানারী শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে শত শত শ্রমিক মিছিল সহকারে যোগ দেন।

বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্যানারীর শ্রমিক প্রতিনিধি।

সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়নে টালবাহানার প্রতিবাদে:

সমাবেশে বক্তারা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের ২১ নভেম্বর ট্যানারী শিল্পের শ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে ন্যূনতম মজুরি ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যা অবিলম্বে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও মালিকপক্ষ এই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেনি।

তারা দাবি জানান, গেজেট প্রকাশের তারিখ থেকে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করতে হবে এবং আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই মার্চ মাসের পূর্ণ বেতন ও উৎসব ভাতা প্রদান করতে হবে। শ্রমিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি অবিলম্বে ন্যূনতম মজুরি কার্যকর না করা হয়, তবে ঈদের পর থেকে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন শ্রমিকরা।

সমাবেশ শেষে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মস্থলে ফিরে যান, তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।