January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 28th, 2024, 9:08 pm

সাভারে ট্রাকচাপায় অজ্ঞাত যুবক নিহত

সাভারের হেমায়েতপুরে ইটবোঝাই ট্রাকচাপায় অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার চলন্তিকা হাউজিংয়ের সামনে আরিচাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে পুলিশ ধারণা করছে- তার বয়স ২৫ বছরের আশেপাশে হতে পারে।

হাইওয়ে থানা পুলিশ জানায়, রাত ১১টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ির চলন্তিকা হাউজিংয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইটবোঝাই ট্রাক ওই যুবককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যান চালক।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

—-ইউএনবি