January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 17th, 2024, 3:54 pm

সাভারে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, সাভার:

সাভারে বিশেষ অভিযানে ২০কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ মার্চ) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আমিনবাজার বরদেশী পশ্চিমপাড়া এলাকা থেকে মোসা. নাসরিন সুলতানা (১৯) নামের এক মাদক ব্যবসায়ী নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবীব খান পিপিএম সেবা মহোদয়ের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) মো. আনোয়ার হোসেন এর একটি চৌকষ টিম ১৬ মার্চ রাত সাড়ে দশটায় সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকা হইতে আসামী মৃত সুলতান আলাউদ্দিন মেয়ে মোসা. নাসরিন সুলতানার নিকট হইতে সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ।