সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের তেতুলঝোরা ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আবু রায়হান (২৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ দুয়ারি (জিয়া বাড়ি) গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় বসবাস করছিলো।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অভিযানের পর তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়।
এস এম মনিরুল ইসলাম,সাভা
আরও পড়ুন
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
নীতিনির্ধারণে তরুণ মতামত: খুলনায় জলবায়ু ও প্রজনন স্বাস্থ্য সংলাপ
গঙ্গাচড়ায় ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা