সাভারের বলিয়ারপুর এলাকায় রবিবার (১৩ নভেম্বর) রাতে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও বাসটি পুরোপুরি পুড়ে যায়।
এ ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
এর আগে রবিবার রাতে ঢাকার তেজগাঁও ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় দু’টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন