ঢাকার সাভারে পূর্ব শক্রতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামাল, কালাম, লুৎফর রহমান ও ইদ্রিস।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে সকালে বেড়াইদ এলাকায় জামাল, কালাম, লুৎফর রহমান ও ইদ্রিসকে পিটিয়ে গুরুতর আহত করে জাকির গং ও তার লোকজনেরা। এ সময় তারা লাঠি-সোটা দিয়ে একটি অফিসও ভাঙচুর করেন।
আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
শিশু সোয়াইবের শরীরজুড়ে ছ্যাঁকা, হাতের নখ উপড়িয়ে করানো হতো ভিক্ষা
কমলগঞ্জে ভুট্টার বাম্পার ফলন সম্ভাবনা
আড়াই বছর ধরে বিএসএফের বাঁধায় কাজ বন্ধ, মনু পাড়ে বন্যা আতঙ্ক