December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 2nd, 2024, 7:53 pm

সাভারে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩, আহত ২

নিজস্ব প্রতিবেদক:

সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ তিনজন মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল হাসপাতাল ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিম উদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুজন হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিকভাবে আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, মজিবুর মামাসহ গাড়িতে ৫ জন ছিল। তারা প্রাইভেট কারে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেয়ার সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাস দ্রুতগতিতে প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারটিতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।

আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিক্যাল ও অন্যজনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কোনো মরদেহ পাইনি। মরদেহগুলো তাদের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’