ঢাকার সাভার উপজেলার ৭নং বিরুলিয়া ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দত্তপাড়া ও সামাইর এলাকায় এ উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়।
আয়োজিত এ সভায় বিরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো: আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,জেলা প্রশাসকের কার্যালয়,ঢাকা এর উপ-পরিচালক মো: বদরুদ্দোজা শূভ। একই দিনে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শারজাহান এর সভাপতিত্বে সামাইর এলাকার চাইল্ড ফেয়ার একাডেমি স্কুল মাঠে উন্মুক্ত ওয়ার্ড সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক শূভ বলেন, সাভারের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভা চলমান রয়েছে। এ ওয়ার্ড সভার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডের জনগণ উপকৃত হবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের আয়ের অর্থ দিয়ে রাস্তা, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা এবং আপনাদের এলাকার সার্বিক উন্নয়নে ব্যয় করা হয়। আপনারা আপনাদের সব ধরনের সুবিধা ও অসুবিধা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত কর্মকর্তাদেরকে অবহত করবেন এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কাজের সাথে সাহায্য সহযোগিতা করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোয়ারা আক্তার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মহসিন হোসেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য মোছা: নুরতাজ
অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও গ্রাম আদালত চেয়ারম্যান মো: মনিরুল হক, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: তাইজুল ইসলাম, ইউপি সদস্য মো: শরীফ হোসেনসহনঅত্র ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ।
আরও পড়ুন
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
গঙ্গাচড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের মাঝে মশারী, ছাতা ও ফলদ চারা বিতরণ
সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা