April 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 9th, 2025, 10:32 am

সাভারে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

এস এম মনিরুল ইসলাম, সাভার : সাভারের পাথালিয়া ইউনিয়নে মাদক ব্যবসায়ী মজিবর রহমান ও তার পুত্র শৈকতের দীর্ঘদিনের অত্যাচার ও সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোমবার দুপুরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা এলাকায়  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক’শ মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকার মজিবর রহমান ও তার ছেলে সামিউল আলম শৈকত এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি চাঁদাবাজি এবং নিরীহ মানুষকে হয়রানির অভিযোগে কুখ্যাতি অর্জন করে। তাদের বিরুদ্ধে বহুবার পুলিশে অভিযোগ করা হলেও অজানা কারণে  কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মানববন্ধন থেকে দাবি করেন বাসিন্দারা।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, “মাদকের থাবায় আমাদের সন্তানরা ধ্বংস হচ্ছে, আর কতকাল চোখ বন্ধ করে থাকব?”। এসময়  মজিবর ও তার পুত্রকে দ্রুত গ্রেফতার করে শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

“মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাভারবাসীর রুখে দাঁড়ানো এই সংগ্রামে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।” এ বিষয়ে আশুলিয়ায় থানার ওসি ( তদন্ত) কামাল হোসেন বলেন আলোচিত পিতা-পুত্রের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, নূর হোসেন, মোবারক হোসেন রুমি, আব্দুর রহিম, কামরুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।