এস এম মনিরুল ইসলাম, সাভার : ড্যাপের আওতাধীন রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) এর অনুমোদনহীন ৩৩৮২ টি লিষ্টেট ভবনে নিয়মিত অভিযান পরিচালনা করছে রাজউক কতৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দক্ষিন কৃষ্ণপুর এলাকার মো. নূরুল ইসলাম এর ছয়তলা ও দেলোয়ার হোসেনের তিনতলা নির্মাণাধীন বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় বিদ্যুৎ মিটার জব্দ করে ভবনের সামনের কিছু অংশ ভেঙে দেয়া হয়। পরে রাজউক থেকে অনুমোদন নিয়ে পরবর্তী নির্মাণ কার্যক্রম চালানোর সতর্কবার্তা ও ৩শত টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়ে অভিযানের সমাপ্তি করা হয়।
অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনার নেতৃত্বে রাজউকের জোন তিন বাই তিনের অথরাইজড অফিসার রঙ্গন মন্ডল সহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাবৃন্দ অভিযানটি পরিচালনা করেন। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স ও সাভার থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন
কুলাউড়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
কুলাউড়ার জুনেলকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের
কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান, সম্পাদক মুহিত, সাংগঠনিক বদরুল নির্বাচিত