জেলা প্রতিনিধি, সাভার:
সাভারে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদ খাঁন মেনন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি নজরুল ইসলামসহ হকার্স লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা