জেলা প্রতিনিধি, সাভার:
সাভার থানা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে সাভার মডেল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
তিনি সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের ইমাম উদ্দিন বেপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আসওয়াদুর রহমান।
পুলিশ জানায়, বিএনপি নেতা সাইফুদ্দিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতের বাড়ি ক্রোকের আদেশ
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
ইতালির নাগরিক তাবেলা হত্যা: ৩ জনের যাবজ্জীবন, খালাস ৪