March 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 27th, 2025, 1:56 pm

সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু সাধারণ সম্পাদক ফয়সাল 

এস এম মনিরুল ইসলাম, সাভার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখার অধীন সাভার সরকারি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ  আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ইমু ইমরান সভাপতি এবং আহমেদ ফয়সাল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া, রায়হান মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দিয়েছেন। নেতৃবৃন্দ জানান, এই কমিটি আগামী দিনে ছাত্রদলকে আরও শক্তিশালী করবে এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছাত্রদলের একাধিক নেতার মতে, এ কমিটিতে বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দেওয়া নেতাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে যারা রাজপথে থেকে দমন-পীড়নের শিকার হয়েছেন, মামলার মুখোমুখি হয়েছেন এবং দলের সংকটময় সময়ে নিরলস পরিশ্রম করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা  বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে রাজপথে আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য সর্বদা প্রস্তুত থাকব।” অন্যদিকে, একই দিনে সাভার মডেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।