September 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 15th, 2025, 5:18 pm

সাভার সিটিজেন ক্লাবে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

সাভারে ঐতিহ্যবাহী সাভার সিটিজেন ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সমাজ উন্নয়ন মূলক এ প্রতিষ্ঠানের নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য  ও ক্লাবের প্রধান উপদেষ্টা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।  এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার লায়ন নজরুল ইসলাম শিকদার,ক্লাবের উপদেষ্টা ও সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদির ভিপি,,ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়াকিলুর রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর আলম জিতু, সাধারন সম্পাদক লায়ন মুহাম্মদ আলমগীর কবির,যুগ্ম সম্পাদক শাহ মোঃ রাসেল উদ্দিন প্রিন্স,সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম শহীদ,সাংস্কৃতিক সম্পাদক অমর চাঁদ মন্ডল,ধর্ম সম্পাদক মাওলানা হোসাইন উদ্দিন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ডাঃ মনোয়ারা মনি,স্বাস্থ্য সম্পাদক ডাঃ দিলকুশা আহমেদ,প্রচার সম্পাদক নজমুল হুদা শাহীন, কার্যনির্বাহী সদস্য  তৌহিদ হোসেনসহ ক্লাবের সর্বস্তরের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।  এ অনুষ্ঠান উপলক্ষে কাওয়ালী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কাওয়ালী সংগীত শিল্পী জাহাঙ্গীর আলম ও তার দল।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ক্রিড়া ব্যক্তিত্ব ক্লাবের সদস্য আজমল আমিন টুটুল।