লাইফস্টাইল ডেস্ক:
আমরা জানি, সারা বছরই ত্বককে সতেজ রাখতে প্রয়োজন নিয়মতি যত্ন। আর এর ধাপগুলো হচ্ছে, ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং।
সামনেই ঈদ এসময়ে ত্বকের প্রয়োজন ম্যাজিক প্যাক। যা ব্যবহারে এই গরমেও মুহূর্তেই ত্বক হবে উজ্জ্বল ও কোমল।
যা করতে হবে:
- ছোপ পড়া আটকাতে ত্বকে এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ চন্দন গুঁড়া একসঙ্গে গোলাপজল দিয়ে মিশিয়ে ত্বকে লাগান৷ ত্বক শুষ্ক হলে গোলাপজলের বদলে ব্যবহার করুন দুধ৷ দেখুন একবার লাগানোতেই আপনার ত্বক কতটা উজ্জ্বল হয়ে উঠেছে
- এক চা চামচ করে গোলাপ গুঁড়া, আমন্ড গুঁড়া আর জাফরান গোলাপজল আর মধু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন৷ এটি ত্বকের পুষ্টি যোগাতে দারুণ কাজে দেয়। এই প্যাক ত্বকের দাগ, অসমান রং ঠিক করে ও ত্বকে আদ্রতা ধরে রাখে
- ঘরে থাকা দইয়ের সঙ্গে কয়েক টুকরো তরমুজ নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিন। তারপর সারা মুখে এই প্যাক মেখে ১৫ মিনিট পর ধুয়ে নিন
- গরমে ঘেমে ত্বক তেলতেলে হয়ে যায়। এতে বেশ অস্বস্তি হয়, লেবুর রস ত্বকের তেলতেল ভাব দূর করে। অ্যালোভেরা ত্বককে ময়েশ্চারাইজ করে। ২ টেবিল চামচ অ্যালোভেরার জেল ও এক চা চামচ লেবুর রস ত্বকে ম্যাসাজ করে ১০ মিনিট রাখুন। ত্বক হবে দাগহীন উজ্জ্বল, টানটান ও স্নিগ্ধ
- গরমে ত্বক ঠাণ্ডা রাখতে উপকারী শশা। এবং ত্বকে আদ্রতা আনে মধু। শশা গ্রেট করে তার সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রেখে ২০ মিনিট পর ধুয়ে নিন। এবার ত্বক মুছে নিয়ে নিজেই ছুঁয়ে দেখুন। সতেজতা ঘিরে থাকবে সারাদিন।
এভাবে যত্ন নিলে শুধু ঈদেই না, সারা বছরই ত্বক থাকবে একদম যেমনটি আপনি চান, ঠিক তেমন।
আরও পড়ুন
এ সময় ডায়রিয়া দেখা দিলে যা করবেন
তরমুজের বীজ খেলে যে উপকার পাবেন
হার্ট অ্যাটাক হলে বুঝবেন যেসব লক্ষণে, তৎক্ষণাৎ যা করবেন