জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮১ সাল থেকে সারাবিশ্বে প্রতি বছর ১৬ অক্টোবর ‘বিশ্ব খাদ্য দিবস’ পালিত হয়ে আসছে। ক্ষুধা সমস্যা মোকাবেলায় বিশ্ব ব্যাপী সচেতনতা বাড়ানো ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা এবং সকলের জন্য পুষ্টিকর খাবারের নিশ্চয়তায় গুরুত্ব দেওয়াই এই দিবসটি প্রধান উদ্দেশ্য। খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের ক্যাম্পেইন কার্যক্রমে ‘বিশ্ব খাদ্য দিবস’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ১২-২০ অক্টোবর পর্যন্ত ‘বিশ্ব খাদ্য দিবস ২০২২ প্রচারাভিযান’ বিস্তর কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১৬ অক্টোবর ২০২২, রবিবার, সকাল ১০:৩০ মি. শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গণে জমায়েত, সংক্ষিপ্ত আলোচনা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানা যায়।
র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) সড়ক প্রদক্ষিণ করে জাদুঘরে এসে শেষ হয়। র্যালি শেষে খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের নেতৃবৃন্দ, তরুণ প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত এ আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন-এর সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, ওয়েভ ফাউন্ডেশন-এর উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসন, তরুণ প্রতিনিধি আরাফাত, নানজিবা ও খাদ্য অধিকার বাংলাদেশ এর সমন্বয়কারী কানিজ ফাতেমা। লিফলেট পাঠ করেন খাদ্য অধিকার বাংলাদেশ সচিবালয়ের কর্মী পাপেল কুমার সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন-এর সমন্বয়কারী অনিরুদ্ধ রায়।
—-প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের আহবায়ক ইকবাল, সদস্য সচিব মোস্তাফিজ
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম সম্মাননা পেলেন শামছুল আলম
চাকরি হারাতে পারেন ৫৪ লাখ বাংলাদেশি