অনলাইন ডেস্ক :
দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’র উন্মাদনা এখনও চলছে। বিশ্বের বিভিন্ন দেশের সেলিব্রেটিরাও এতে নিজেদের যুক্ত করেছেন। এবার সে স্রোতে গা ভাসালেন ঢালিউড নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আর এটি রীতিমতো ভাইরাল। ‘পুষ্পা’র সিনেমার ‘সামি’ গানের সঙ্গে নেচেছেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, নতুন কনের সাজে দীঘি। ‘সামি’ গানে দক্ষিণী নায়িকা রাশমিকার ঢঙে নাচছেন তিনি। সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফার তানজিল জনি। তিনিই তার ফেসবুক পেজে ১৫ সেকেন্ডের সেই ভিডিওটি শেয়ার করেন। এরপর বিভিন্ন পেজে তা ছড়িয়ে পড়ে। জানা যায়, কোনও এক ফটোশুটের ফাঁকে এটি করেছেন দীঘি। উল্লেখ্য, সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটির ডায়লগ, আল্লুর সিগনেচার স্টাইল, এমনকি ছবির প্রতিটি গান এখন সামাজিক মাধ্যমের রসদ। অন্যদিকে, বক্স অফিসও মাত হয়েছে সিনেমাটির আয়ে। করোনায় ‘পুষ্পা’ই ৩৫০ কোটির চৌকাঠ পেরিয়েছে। এটি পরিচালনা করেছেন সুকুমার। আল্লুর সঙ্গে আছেন রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারতের লাল চন্দনের চোরাচালান নিয়ে এর কাহিনি গড়ে উঠেছে। ছবিটির বর্তমান আয় ৩৬৫ কোটি রুপি।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত