শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সারাদেশের ২,৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানী ঢাকা, সীমান্তবর্তী এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য কাজ করছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিরাপত্তাধীন পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী এলাকার (সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভেতরে এবং পার্বত্য অঞ্চলের ১৫টি পূজামণ্ডপসহ) সংখ্যা ১,৪১১টি। অপরদিকে সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে ১,৪৪৬টি পূজামণ্ডপ।
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পূজামণ্ডপের সংখ্যা ৪৪১টি। চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় রয়েছে আরও ৬৯৪টি পূজামণ্ডপ। অন্য এলাকায় ৩১১টি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পূজা চলাকালে সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। পাশাপাশি, গোয়েন্দা নজরদারি শক্তিশালী করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যাতে উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।
এনএনবাংলা/
আরও পড়ুন
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
দেশি-বিদেশি চক্রান্ত রুখে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান তারেক রহমানের
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ