January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 3rd, 2021, 6:56 pm

সারার নম্রতা, ভদ্রতায় মুগ্ধ নেটিজেনরা

অনলাইন ডেস্ক :

বিমান ধরার জন্য মা অমৃতা সিংয়ের সঙ্গে মুম্বই বিমানবন্দরে হাজির হয়েছিলেন সারা আলি খান। সারার পরনে ছিল সাদা শার্ট, শর্ট প্যান্ট, হাতে ব্যাগ আর মুখে কালো মাস্ক। এদিন বিমানবন্দরের প্রবেশ দ্বারে দাঁড়াতেই যথারীতি সারার ছবি তুলতে থাকেন পাপারাৎজিরা। সারা লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে পার করে মা অমৃতার কাছে এগিয়ে যেতেই তার পরিচয় জিজ্ঞাসা করেন ওই ব্যক্তি। সাইফ-অমৃতা কন্যাও প্রথমটা হেসে ফেললেও ওই ব্যক্তিকে নিজের পরিচয় জানান। বলেন, আমি সারা। হেসে ফেলেন পাপারাৎজিরা। সারা আলি খানের এই ভিডিয়ো উঠে এসেছে পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। যা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন নেটিজেন কমেন্ট করতে থাকেন। তবে বেশিরভাগ নেটিজেনই সারার ন¤্রতা, ভদ্রতায় মুগ্ধ। একজন লিখেছেন, সারা খুবই ন¤্র। খুব ভালোভাবে ওকে বড় করা হয়েছে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।’ কেউ লিখেছেন সারা ভীষণই ডাউন-টু-আর্থ। কেউ আবার লিখেছেন ‘সুইটহার্ট’। প্রসঙ্গত, সম্প্রতি দুই বন্ধু রাধিকা মদন ও জসলিন রয়্যাল-এর সঙ্গে লাদাখ ঘুরে ফিরেছেন সারা আলি খান। লাদাখের নৈসর্গিক নানান ছবি উঠে এসেছে সারার ইনস্টাগ্রামে। অভিনেত্রীর কথায়, সেখানেই তিনি ‘জান্নাত’ খুঁজে পেয়েছেন। তবে এদিন সারা মা অমৃতার সঙ্গে আবার কোথাও রওনা দিয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়।