ফায়ার সার্ভিস তথ্য মতে, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টায় সারাদেশে ১২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এর মধ্যে ঢাকা সিটি করপোরেশনে সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
অগ্নিনির্বাপক কর্মকর্তা জানান, ঢাকা বিভাগে ৯টি, রাজশাহীর সিরাজগঞ্জে একটি, রংপুরের পীরগঞ্জে একটি এবং বরিশালের চরফ্যাশন উপজেলায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় মোট ১০টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া আওয়ামী লীগের একটি রাজনৈতিক দলের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম
সাংবাদিক ও গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির মামলা বাতিল
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান