November 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 27th, 2025, 6:33 pm

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২৫-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি)  মো.আতিকুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান,খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩৮ মেট্রিক টন ধান এবং ৬৪৮ মেট্রিক টন চাল। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৪ টাকা এবং চালের দাম ৫০ টাকা করা হয়েছে। এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান বলেন, অ্যাপসের মাধ্যমে অনলাইনের আবেদনের ভিক্তিতে আগে আসলে আগে ধান দিতে পারবে।

এরপর বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী,গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ মতবিনিময় করেন। মতবিনিময় শেষে লটারীর মাধ্যমে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করবেন।