December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 10th, 2025, 7:28 pm

সারিয়াকান্দিতে গণকপাড়া কলেজের শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ক্রীড়া অনুষ্ঠান

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

সারিয়াকান্দিতে গণকপাড়া কলেজের অধ্যক্ষ,অধ্যাপক,প্রদর্শক,শরীরচর্চা শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থীদের বিনামূল্যে কলেজ ড্রেস দেওয়া হয়।

গতকাল সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের হাট কলমজায় অবস্থিত গণকপাড়া কলেজের আয়োজনে কলেজ চত্বরে অত্র কলেজের সভাপতি ও সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি।

আমন্ত্রণিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের বিদায়ী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নাদির শাহ।

স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কান্তি কুমার রায়।

অনুষ্ঠানে অত্র কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান ও সহকারী অধ্যাপক অনন্য রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফুল,নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন আলম,বিশিষ্ট সমাজ সেবক সাব্বির আহমেদ চম্পক, নারচী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য ছালেবর রহমান, গণকপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মশিউর রহমান, অত্র কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ছামছুল আলমের পুত্রবধু লাভলী আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত পাঠের মধ্য দিয়ে আরম্ভ হয়ে অতিথিদের ফুল দিয়ে বরণ,কলেজের অধ্যক্ষ,অধ্যাপক,প্রদর্শক,শরীরচর্চা শিক্ষকদের কলেজের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো এবং উপহারসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপক মোঃ আলী রব্বানী।

উল্লেখ্য: অবসরপ্রাপ্ত অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নাদির শাহ ১৯৯৮ সালে ১৭ জানুয়ারী অধ্যক্ষ পদে যোগদান করেন এবং ২০১৯ সালের ২৯ এপ্রিল চাকুরীর বিধিমোতাবেক অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘ ২১ বছর নিজ বিষয় ইতিহাস ছাড়াও প্রায় সব বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান দিয়েছেন।