November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 6:29 pm

সারিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে আনসার ও ভিডিপির পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ করেছে সারিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ সাদ্দাম হোসেন পিভিএম এর নির্দেশে সারিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এর সার্বিক তত্ত্বাবধানে সারিয়াকান্দি পৌর বাজার এলাকায় আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, টিআই আল আমিন ও ভাতাভোগী আনসার ভিডিপির সদস্য-সদস্যাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।সেই সাথে পৌরসভার বাজার এলাকায় আনসার ভিডিপির সদস্যেরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিটিয়ে এডিশ মশার লার্ভা ধ্বংস করা হয়।।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বাজারের ব্যবসায়ীদের প্রতিদিন দুইবার দোকানের চারপাশ পরিষ্কার করার জন্য অনুরোধ করেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, টিআই মোঃ আল আমিন, মহিলা টিআই মোছাঃ ছুফিয়া বেগম, ওয়ার্ড দলনেতা মোঃ পাভেল মিয়া,মোঃ গোলাম মোস্তফা,মোঃ সোহেল রানা, মোঃ হোসেন আহমদ সবুজ,মোঃ দীপন মিয়া, আনসার কোম্পানি কমান্ডার মোঃ আক্কাস আলী,ইউনিয়ন দলনেতা শের আলী,আনসার কমান্ডার মোঃ রাজ্জাক আলী, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, ফটিক, মাহফুজার,ওয়ার্ড দলনেত্রী সীমা,সালতানাথ,আফরোজ, শাকিলা,শাহিনুর মহিলা কমান্ডার জাহানারা প্রমুখ।