সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির উদ্যােগে পৌর ২নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে জুমার নামাজ পর্যন্ত পৌর ২নং ওয়ার্ডে বসবাসরত মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করে। জুমার নামাজের পরও বাড়ি বাড়ি যেয়ে লিফলেট বিতরণ করা হয়। আর দিনব্যাপী এ লিফলেট বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা। বাড়ি বাড়ি যেয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলে ৩১ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তারা।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম পিন্টু,জহুরুল ইসলাম নেদো, আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,বেলাল হোসেন,২নং ওয়ার্ড সভাপতি তারাজুল ইসলাম,সহসভাপতি শাহজাহান ফকির,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম,পৌর মৎস্যজীবি দলের সভাপতি কাঞ্চন, সাধারণ সম্পাদক ঘেরু,পৌর তাতীদলের সভাপতি বিশে প্রাং,সাধারণ সম্পাদক আশরাফ আলী,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক,ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসানসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এদিকে দিনব্যাপী লিফলেট বিতরণকালে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম। অসুস্থ সমাদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় একটি মসজিদে তার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন
রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলায় র্যাব ১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন
নাসিরনগর জাতীয় সমবায় দিবস পালিত