সারিয়াকান্দি বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদল আয়োজিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু,যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান তিতাসসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলার কর্মসূচি সফল ও সার্থক করতে আমরা ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ কবরো। এছাড়া আগামীকাল দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলা যুবদলের আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, বৃক্ষরোপন কর্মসূচি ও এতিমখানায় দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হবে।

আরও পড়ুন
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
সখীপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে ছেলের ১৫ দিনের কারাদণ্ড
নীলফামারীর উত্তরা ইপিজেডে চারটি কারখানা বন্ধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ