সারিয়াকান্দি বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদল আয়োজিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু,যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান তিতাসসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলার কর্মসূচি সফল ও সার্থক করতে আমরা ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ কবরো। এছাড়া আগামীকাল দিনব্যাপী সারিয়াকান্দি উপজেলা যুবদলের আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, বৃক্ষরোপন কর্মসূচি ও এতিমখানায় দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হবে।

আরও পড়ুন
কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ
স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা দিতে জানেনি: এ্যানি চৌধুরী
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত