সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারিয়াকান্দিতে মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার শ্রী শ্রী মদন মোহন মন্দিরে প্রার্থনা করা হয়েছে।প্রার্থনা সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা কীর্তন পরিবেশন,গীতা পাঠ করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সৃষ্টিকর্তার কাছে।প্রার্থনার পরে পর দুপুরে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। এ সময় বাবু অরুনাংশু কুমার সাহা,চঞ্চল কুমার সাহা,চন্দন কুমার সাহা, দিলীপ কুমার সাহা,প্রণব কুমার রায় চৌধুরী (মিঠু), পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
রংপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র্যাবের অভিযান,সিলগালাসহ ৪ লাখ টাকা জরিমানা
গণভোটসহ ৫ দফা দাবিতে রংপুরে আন্দোলনরত ৮ দলের সংবাদ সম্মেলন