সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার নদীর পানি কমতে শুরু করায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পানি কমার কারণে এই কয়েকদিনে উপজেলার কাজলা ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২০-২৫ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কারণে ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এসব এলাকায় আগে ব্যাপকভাবে ধান, মরিচ, মাষকলাই, শসা, করলা, আলুসহ নানা ফসলের চাষ হতো।কৃষিজ উৎপাদনের পাশাপাশি পশুপালন ও হাঁস-মুরগি লালন করে স্থানীয়রা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সাম্প্রতিক ভাঙনে জীবিকার সব উৎস ধ্বংস হয়ে গেছে। ভাঙন-আতঙ্কে আছেন চরঘাগুয়া প্রায় ৪০০ শত এবং উত্তর ট্যাংরাকুড়া ৫০০ শত ঘরবাড়ি।
কাজলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনিছ মোল্লা বলেন,দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা না নিলে নতুন করে ভাঙন শুরু হবে এবং বসতভিটা,হাট-বাজার ও ধর্মীয় স্থাপনাগুলো নদীতে হারিয়ে যাবে।
কাজলা ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, কাজলা ইউনিয়নের যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেছি এবং ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আতিকুর রহমান বলেন, যমুনা ভাঙ্গণরোধে ব্যবস্থা নিতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। এছাড়া ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি প্রয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ত্রান সহায়তা বিতরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির বলেন,সারিয়াকান্দির কাজলা ইউনিয়নে যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে জরুরি ভিত্তিতে কাজ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
বিদ্যুতের ঘাটতি কমাতে কালীগঞ্জে নির্মিত হচ্ছে ইনডোর পাওয়ার গ্রিড
সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্ত রোপা আমনের মাঠ পরিদর্শনে কৃষি বিভাগ