November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 4th, 2025, 7:08 pm

সারিয়াকান্দিতে ৩৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:

সারিয়াকান্দিতে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ, মসুর,খেসারী ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ্। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন সরকার,স্মৃতিরনাহার বিথী,উপজেলা কৃষি অফিসের সুফলভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৩৩১০ জন কৃষকদের মধ্যে ২৭৬০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি,এমওপি ১০ কেজি,গম ২৪০ জনকে বীজ ২০ কেজি করে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, চীনাবাদাম ১৩০ জনকে ১০ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি এমওপি ৫ কেজি, মসুর ১০০ জনকে ৫ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি,খেসারী ৩০ জনকে ৮ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি,অড়হড় ২০ জনকে ২ কেজি করে বীজ, ডিএপি ১্৫ কেজি, এমওপি ৫ কেজি এবং পেয়াজ ৩০ জনকে ১ কেজি করে বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।