সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রথমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, কামালপুর মানবিক নাগরিক শ্রমজীবি সমবায় সমিতি লিঃ পরিচালক শফিকুল ইসলাম,সাফল্য বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি জুয়েল আলম,চাঁদের আলো শ্রমজীবি সমবায় সমিতি লিঃ সভাপতি মহিদুল হাসান,সারিয়াকান্দি বনিক সমিতি লিমিটেড সভাপতি সিরাজুল ইসলাম ফুল,সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা,মানবসেবা বহুমুখী সমবায় সমিতি লিঃ পরিচালক মোত্তালিব হোসেনসহ সমবায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার সাত শ্রেষ্ট্র সমবায় সমিতি,সমবায়ী ও সর্ব্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমিতিকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন
নীলফামারীতে চলাচলের রাস্তায় টয়লেট নির্মাণ, পথচারীদের দুর্ভোগ
দেবিদ্বারে খোলামেলা জায়গাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লার ভাগাড়, ভোগান্তিতে রোগী-পথচারীরা
সখীপুর মহিলা কলেজে মেধাভিত্তিক ছাত্রী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা