অনলাইন ডেস্ক :
সারোগেসি পদ্ধতি বা গর্ভ ভাড়া নিয়ে এর আগে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে মা-বাবা হয়েছেন। এ তালিকায় রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, একতা কাপুর, শাহরুখ খান, তুষার খান, করন জোহর, আমির খান, সানি লিওন প্রমুখ। এ তালিকায় আরো যুক্ত হচ্ছেন ভারতীয় অভিনয়শিল্পীদের নাম। দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা সারোগেসি পদ্ধতিতে মা হওয়ার পরিকল্পনা করেছেন। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অনেক দিন ধরেই শোনা যাচ্ছে প্রেমিক বিগনেশ শিবানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নয়নতারা। এবার জানা গেলো, প্রেমিকের সঙ্গে গোপনে বিয়ের কাজটি সেরে ফেলেছেন তিনি। এমনকী সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্তও নিয়েছেন এই অভিনেত্রী। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তার পর থেকে চুটিয়ে প্রেম করেন এই যুগল। যদিও বিয়ের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি তারা। বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত নয়নতারা-বিগনেশ। নয়নতারার হাতে রয়েছে ‘আনাত্তে’ সিনেমার কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সিনেমায় রজনীকান্তের স্ত্রীর চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। এ ছাড়াও এই সিনেমায় আছেনÑ মীনা, খুশবু, কীর্তি সুরেশ, প্রকাশ রাজ, জ্যাকি শ্রফ প্রমুখ। অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নয়নতারা, সামান্থা আক্কিনেনি ও বিজয় সেতুপাতি।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!