অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার ও অনুপম খেরের নিরাপত্তা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন। একাধিকবার সালমানকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স। কিছুদিন আগে হত্যার হুমকি পাওয়ার পর সালমানকে বন্দুক রাখার লাইসেন্স দেয় মুম্বাই পুলিশ। এবার তাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিলো মহারাষ্ট্র সরকার। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাই পুলিশ সালমান খানকে নিরাপত্তা দিয়ে আসছিলেন। এখন থেকে তিনি ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। এজন্য সশস্ত্র চারজন নিরাপত্তাকর্মী সবসময় সালমান খানের সঙ্গে থাকবেন। একটি সূত্র মিড-ডেকে বলেন, ‘পাঞ্জাব, দিল্লি ও মহারাষ্ট্র পুলিশ জানতে পেরেছেন- গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার মুম্বাইতে সালমান খানের ওপর মারাত্মক হামলার পরিকল্পনা করেছিল। মূলত, তারা দুইবার হত্যাচেষ্টা করেছে। একটি ২০১৭ সালে বান্দ্রার বাড়ির বাইরে তার জন্মদিন উদযাপনের সময়ে; অন্যটি ২০১৮ সালে তার পানভেলের ফার্মহাউজে।’ অনুপম খের অভিনীত ‘কাশ্মীর ফাইলস’ মুক্তির পর হত্যার হুমকি পান তিনি। তার জন্য ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকারের গোয়েন্দা বিভাগ। তার নিরাপত্তার জন্য তিন শিফটে তিনজন করে নিরাপত্তারক্ষী থাকবেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি পাওয়ার কারণে অক্ষয় কুমারকেও ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা মিড-ডেকে বলেন-‘হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা কমানো বা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্য বা কেন্দ্রীয় সরকার। উদাহরণস্বরূপ বলা যায়, সম্প্রতি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নিতা আম্বানি হত্যার হুমকি পেয়েছেন। ‘জেড প্লাস’ ক্যাটাগরি থেকে তাদের নিরাপত্তা বৃদ্ধি করে ‘জেড’ ক্যাটাগরি করা হয়েছে। আর তাদের পরিবারের অন্য সদস্যরা ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন।’
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’