ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও জাতীয় সঞ্চয় কর্তৃপক্ষের কাছে পাঁচ ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তারা হলেন- সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিজ খান, ওরিয়ন গ্রুপের প্রধান মোহাম্মদ ওবায়দুল করিম, বেক্সিমকো গ্রুপের কো-ফাউন্ডার ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারপারসন নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এ পদক্ষেপ নিয়েছে।
এনবিআর সূত্র জানায়, এসব ব্যবসায়ী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতে তাদের নজরদারিতে রাখা হয়েছে।
আয়কর আইন ২০২৩-এর ২০০ ধারা অনুযায়ী, কোনো করদাতার করদাতা শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বিপরীতে কোনো কর ফাঁকির বিষয়ে সন্দেহ হলে তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার ক্ষমতা এনবিআরের রয়েছে।
ব্যাংক ও এনবিএফআইগুলো আইন অনুসারে করদাতাদের অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করতে বাধ্য। ব্যাংক হিসাব লেনদেনের প্রয়োজনীয় তথ্য সরবরাহে ব্যাংক কর্মকর্তাদের অসহযোগিতার ক্ষেত্রে কর আইনে দণ্ডের বিধান রয়েছে।
সম্প্রতি ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এনবিআরের কর অঞ্চল-১৫ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম ও ব্যবসায়ী এস আলমের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
প্রতারণার মামলায় গ্রেফতার মেঘনা আলম
শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অচিরেই বিচার বিভাগের আলাদা সচিবালয় বাস্তবায়ন হবে : প্রধান বিচারপতি