October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 2:27 pm

সালমান-আনিসুলসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া পুলিশের আবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ গ্রেপ্তারি সিদ্ধান্ত দেন।

অন্য দুই আসামি হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্যা।

এদিন কারাগার থেকে চার আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মাহফুজুর রহমান। বিকেলের দিকে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের গুলিবর্ষণের সময় মাহফুজুর রহমানের মাথায় গুলি লাগে, যা কানের পাশে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে এ ঘটনায় মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান এফ রহমানকে ৭ নম্বর, আনিসুল হককে ৮ নম্বর, জসিম উদ্দিন মোল্যাকে ১৫ নম্বর এবং আতিকুল ইসলামকে ২০ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এনএনবাংলা/