October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 18th, 2025, 3:04 pm

সালাহউদ্দিন আহমেদকে জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

 

আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নামে সংসদ এলাকায় বিশৃঙ্খলার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নিন্দা জানান। একই সঙ্গে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিন আহমদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, “সম্ভবত ভুল তথ্য বা অজ্ঞতার কারণে সালাহউদ্দিন আহমদ এমন মন্তব্য করেছেন। জুলাই অভ্যুত্থানের সময় তিনি দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তিনি জানেন না, কারা রাজপথে লড়েছেন, কারা গুলির সামনে দাঁড়িয়েছেন।”

তিনি আরও বলেন, “আতিকুল গাজী—যার হাত কাটা গিয়েছিল—তাকে যখন ফ্যাসিস্টের দোসর বলা হয়, অথবা শহীদ মীর মুগ্ধের বাবাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর বলা হয়, তখন তা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ও বেদনাময়।”

সংবাদ সম্মেলনের শেষে নাহিদ ইসলাম বলেন, “সালাহউদ্দিন আহমদ যেন অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান—এটাই আমাদের আহ্বান।”

এনএনবাংলা/