জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনা সদর উপজেলায় সাড়ে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শিমুল হোসেন বাপ্পী (৩০) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাপ্পী সদর উপজেলার কবিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। পুলিশের দাবি, তিনি জেলার শীর্ষ মাদক সম্রাট।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর পল্লীবাজার এলাকায় অভিযান চালিয়ে শিমুল হোসেন বাপ্পীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে সাড়ে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ওসি আনোয়ার বলেন, গ্রেপ্তারকৃত শিমুল হোসেন বাপ্পীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত দশটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ