অনলাইন ডেস্ক :
রোমান্টিক নায়ক হিসেবে রিয়াজের জনপ্রিয়তা ছিল একসময় তুঙ্গে। অনেক সুপারহিট সিনেমার গানের সুর এখনো মানুষের মুখে মুখে ফেরে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছিলেন মেহের আফরোজ শাওন। ওই বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির মুক্তি পাওয়ার পর কেটে গেছে প্রায় সাড়ে ৬ বছর। চলতি বছর আবার বড় পর্দায় দেখা মিলতে যাচ্ছে রিয়াজকে। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে রিয়াজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা। দীপংকর দীপন পরিচালিত ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রিয়াজ বলেন, ‘২০১৬ সালে হুমায়ুন স্যারের (হুমায়ুন আহমেদ) গল্পে ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছিলাম। মেহের আফরোজ শাওন ছিলেন পরিচালনায়। এরপর আসতে চলেছে ‘অপারেশন সুন্দরবন’। এখানে আমি যে ইউনিফর্ম পরে কাজটি করেছি, তার সম্মান রাখার চেষ্টা করেছি। ’এই সিনেমায় রিয়াজ ছাড়াও সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক, অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অনেকেই অভিনয় করেছেন। অপারেশন সুন্দরবন রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন দীপংকর সেনগুপ্ত দীপন। এটি বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র। র্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেড-এর অর্থায়নে চলচ্চিত্রটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব