অনলাইন ডেস্ক :
করোনা আক্রান্ত কলকাতার অভিনেত্রী ও যুব তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন তিনি। সায়নী জানিয়েছেন, ‘জ¦র, সর্দি, কাশি কোনো উপসর্গই নেই। তবু যাঁরা যাঁরা এই কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নিন। এই কয়েক দিন বেশ কিছু রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান থেকে দূরে থাকতে হচ্ছে তাঁকে। এখন তিনি শুধুই অভিনেত্রী নন। শাসক দলের যুব নেত্রীও বটে। তাই কাঁধে অনেক দায়িত্ব। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সায়নী লেখেন, ‘সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দ্বিগুণ কর্মশক্তি নিয়ে। ’ আনন্দবাজার বলছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবারও করোনা সংক্রমণ দিনে দিনে বেড়ে চলেছে। হঠাৎ জ্বর। গা-হাত-পা ব্যথা। দুর্বল ভাব এবং সর্দি-কাশিÑগত দু-এক মাসে এই উপসর্গে আক্রান্তের সংখ্যাও কম নয়! জুন মাসের শুরু থেকে আবারও দেশের বিভিন্ন রাজ্যে এ ভাইরাসের দাপট দেখা গিয়েছিল। কিন্তু জুলাই নাগাদ সেই দাপট অনেকটাই থিতিয়ে গিয়েছিল। অন্তত সারা দেশ এবং পশ্চিমবঙ্গের দৈনিক পরিসংখ্যান তেমনই বলছে।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান