Monday, April 11th, 2022, 9:20 pm

সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে হত্যা, অটোরিকশা ছিনতাই

গাজীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে চালককে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত হারেছ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ জনায়, উপজেলার বাঁশবাড়ি এলাকার একটি বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা। পরে ঘর থেকে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। সকালে স্বজনরা খালি ঘরে চালকের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করতে দেখে ফেলায় আনোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে।

—ইউএনবি