January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 12th, 2022, 8:04 pm

সিংহকে অন্ধ হওয়া থেকে বাঁচালেন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক :

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে পাঁচ বছর বয়সী একটি সিংহের দুই চোখের ছানি অপারেশন করে দৃষ্টি পুনরুদ্ধার করেছেন চিকিৎসকরা। সিংহের চোখের আলো ফিরিয়ে দিয়ে চিকিৎসকরা প্রশংসায় ভাসছেন। বিবিসি জানিয়েছে, শিকার কাছে পেয়েও প্রতিক্রিয়া দেখাচ্ছিল না সিংহটি। পর্যবেক্ষণ করে বন কর্মকর্তারা নিশ্চিত হন, সিংহটি শারীরিক জটিলতায় ভুগছে। গির ফরেস্টের কর্মীরা সিংহটিকে উদ্ধার কেন্দ্রে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সিংহটির দুই চোখে ছানি পড়েছে। কিন্তু সিংহের চোখে ছানি অপারেশন করাটা একেবারে সহজ ছিল না। এজন্য বেশ খাটুনি করতে হয় চিকিৎসকদের। চোখের গঠন ভালোভাবে জানার জন্য মৃত সিংহের পোস্টমর্টেম থেকে প্রাপ্ত চোখের নমুনাও অধ্যয়ন করেছেন চিকিৎসকরা। অবশেষে সিংহের দুই চোখেরই ছানি অপারেশন হয়েছে। সিংহটি এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছে। অল্প কয়েক দিনের মধ্যে তাকে বনে ছেড়ে দেওয়া হবে। সূত্র : বিবিসি।