January 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 22nd, 2022, 7:49 pm

সিংহাসন ফিরে পেতে জাদেজার আরও কাছে সাকিব

অনলাইন ডেস্ক :

আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার সংগ্রহে আছে ৩৪৬ রেটিং। ৩৮৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। জাদেজার চেয়ে ৩৯ রেটিং পিছিয়ে আছেন সাকিব। চলমান দুই টেস্ট সিরিজে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া প্রথম ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৫১ ও ৬৩ রানের দু’টি দায়িত্বশীল ইনিংস খেলেন সাকিব। দুই ইনিংসেই দলের চরম বিপর্যয়ের সময়ে দারুন ব্যাট করেছেন তিনি। বল হাতে পুরোপুরিভাবে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দুই ইনিংসে মাত্র ১ উইকেট পেলও অ্যান্টিগা টেস্টের পারফরমেন্সে র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নিয়েছেন সাকিব। আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। ঐ টেস্টেও ভালো পারফরমেন্স করে র্যাংকিংয়ে নিজের অবস্থানকে সুসংহত করার সুযোগ থাকছে সাকিবের সামনে। ২০১১ সালে প্রথম অলরাউন্ডার তালিকার শীর্ষ স্থানটি দখল করেন সাকিব। সাকিব দুই ধাপ এগিয়ে যাওয়ায়, এক ধাপ করে নিচে নেমে যেতে হয়েছে ভারতের রবীচন্দ্রন অশি^ন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে। ৩৪১ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন অশি^ন। আর ৩২৯ রেটিং নিয়ে চতুর্থস্থানে হোল্ডার।