রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীন ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ডরমেটরিতে ঝুলন্ত অবস্থায় আফতাব উদ্দিন রিগান নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার এসআই শামীম হাসান। তিনি জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং দরজা ভেঙে ভিতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এসআই আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটিতে কর্মরত ছিলেন। ২০১৭ সালে ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে ট্রেনিং শেষ করে তিনি পুলিশে যোগ দেন।
মৌলভীবাজার জেলার বাসিন্দা রিগান প্রশিক্ষণের জন্য সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ডরমেটরিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন: ইসি সচিব