September 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 16th, 2025, 5:54 pm

সিএসএ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংবর্ধনা

নাটোর প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন, আমরা আগামীদিনে এই সন্ত্রাস মুক্ত, কলম  ও বই হাতে নিয়ে আমাদের  দেশে ছাত্র সমাজ  দেশ গঠনে অগ্রণী ভূমিকার পালন করবে। আমরা জানি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি ৩১ দফা গুলোতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কি হবে কিভাবে বাংলাদেশের নতুন প্রজন্ম কে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে বুক উঁচু করে দাঁড় করাবে।

তিনি আজ মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএপির অস্থায়ী কার্য্যলয়ে নাটোর জেলা ছাত্রদলের উদ্যোগে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) ভাইস প্রেসিডেন্ট (ডেমোক্রেসি অ্যান্ড পার্টিসিপেশন) পদে নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ রিফাদ মাহমুদকে সংবর্ধনা  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ  সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন,  বিএনপি নেতা নাসিম উদ্দিন নাসিম,  জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন  সহ দলের নেতা কর্মিরা।

দুলু আরো বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করাবে এজন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা কর্মসূচি দিয়েছেন পুরো উল্লেখ করে দিয়েছেন আগামী দিনে আমাদের কি পদক্ষেপ হবে।

পরে জেলা বিএনপি ও জেলা ছাত্র দলের পক্ষ থেকে  শিক্ষার্থী শেখ রিফাদ মাহমুদকে  ফুলেল শুভেচ্ছা এবং ক্রেষ্ট  দিয়ে সংবর্ধনা জাননো হয়।

উল্লেখ্য গত ১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নির্বাচনে ১০টি নেতৃস্থানীয় পদে ভোটগ্রহণ হয়। যেখানে প্রতিটি দেশের একজন প্রতিনিধি ভোট দেন।

বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের প্রায় ১৪০ কোটি শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করার দায়িত্ব এখন রিফাদের কাঁধে।কমনওয়েলথভুক্ত দেশগুলোর তরুণদের অনলাইন প্লাটফর্ম ুড়ঁৎপড়সসড়হবিধষঃয.ড়ৎম-এ রিফাদ সম্পর্কে বলা হয়েছে, ‘রিফাদ বাংলাদেশের একজন তরুণ নেতা, আন্তর্জাতিক অ্যাডভোকেট ও রিফাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাটোরের সিংড়া উপজেলা বাহাদুরপুর গ্রামে শেখ রকিব উদ্দিনের ছেলে।

ব্যক্তিগত সংগ্রাম থেকে বৈশ্বিক প্রভাব পর্যন্ত উঠে আসার এ যাত্রায় দৃঢ়তা, সহমর্মিতা এবং লক্ষ্যভিত্তিক নেতৃত্বের অনন্য উদাহরণ। বর্তমানে সিএসএর শিক্ষা সম্পর্ক কর্মকর্তা এবং জাতিসংঘে বাংলাদেশ শাখার যুব পরামর্শক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিগগিরই নতুন নেতৃত্ব বুঝে নেবেন।