জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে মাছের রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক একটি গবেষণাগাড় উদ্বোধন হয়েছে। মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ‘ফিশ ডিজিজ ডায়াগনোসিস ও ফার্মাকোলজি ল্যাব’ নামে গবেষণাগারটি বৃহস্পতিবার (৭ অক্টোবর) উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর ড. মোঃ তাওহীদ হাসান, অন্যান্য অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ। উপাচার্য শুরুতেই মাছের পোনা অবমুক্ত করেন এবং ক্রমান্বয়ে গবেষণাগারের বিভিন্ন যন্ত্রপাতি পরিদর্শন করেন। রেফ্রিজারেটেড সেকার ইনকিউবেটর, অটোক্লেভ মেশিন, লামিনার এয়ার ফ্লও, ক্লিনিক্যাল কেমিস্ট্রি এনালাইজার, হট এয়ার ওভেন, কমপাউন্ড মাইক্রোস্কোপসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এই গবেষণাগারে স্থান পেয়েছে। এসময় উপাচার্য ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, এই গবেষণাগার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ন গবেষণা হতে পারে, যা বাংলাদেশের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে। মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, বর্তমান মাছ উৎপাদনের সবচেয়ে বড় বাঁধা মাছে বিভিন্ন রোগ। আর রোগ নির্মূল ও চিকিৎসার জন্য সবচেয়ে জরুরী রোগ নির্ণয় করা। এই প্রয়োজনীয়তা অনুভব করেই গবেষণাগারটির যাত্রা শুরু হলো। মাছের রোগ নির্ণয় সহ আগামীতে বিভিন্ন রোগবিস্তার ও নির্মূল সংক্রান্ত গবেষণা এবং মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ