জেলা প্রতিনিধি, সিলেট:
বাংলাদেশের Aquatic Science নিয়ে ৩৪টি প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিয়ে ১ নম্বর হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় “সেলিব্রেশন অব এচিভমেন্ট” অনুষ্ঠান। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ২৬ জুলাই মঙ্গলবার এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর পার্থ প্রতীম বর্মনের সঞ্চালনায় এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। “সেলিব্রেশন অব এচিভমেন্ট” অনুষ্ঠানের আহ্বায়ক মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, দপ্তর প্রধানবৃন্দ এবং শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। খোঁজ নিয়ে জানা যায়, স্পেন ভিত্তিক SCImago Institutions Rankings এর ওয়েবসাইটে সম্প্রতি এই র্যাংকিং প্রকাশ পেয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদটির শিক্ষকদের গবেষণায় ও পরিশ্রমে এই অর্জন সম্ভব হলো। দেশ বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণাগুলোর সারাংশ নিয়ে “বুক অব এবস্ট্রাক্ট” নামে একটি গ্রন্থও এই অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে। প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। উল্লেখ্য ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ, শিক্ষায় ও গবেষণায় বহুদূর এগিয়েছে। অনুষদের ৪৪ জন শিক্ষক ও গবেষক রাতদিন পরিশ্রম করে আজকের এই অবস্থান তৈরি করেছেন।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি