নিজস্ব প্রতিবেদক :
আশির দশক থেকে আমাদের দেশে একক পরিবারের আধিপত্য শুরু হয়। বর্তমানে যৌথ পরিবার বিষয়টি এক ধরনের দুর্লভ রতেœ পরিণত হয়েছে। স্বার্থপরতা মানুষকে সামাজিক এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে ভেঙ্গে ফেলতে উদ্বুদ্ধ করেছে। যার ফল বর্তমান প্রজন্ম হারে হারে টের পাচ্ছে। এমন বাস্তবতায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছিলেন ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’। যার গল্প ছিলো একটি যৌথ পরিবারকে ঘিরে। মধ্যবিত্ত পরিবারটিতে একজন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাই, এক বোন আর তাদের মা। তারা যেমন সুখে হাসে, তেমনি বাসা বাঁধে দুঃখও। স্কুলজীবনে হেঁটে বাসায় আসা, ভাঙা ফোনে ফেসবুক চালানো, এমন সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে ওঠা গৃহকর্তাকে হিমশিম খেতে হয় সংসারজীবনেও। তাদের জীবনে যেমন আছে না পাওয়ার বেদনা, তেমনই আছে মিষ্টি একটু ভালোবাসা, হাসি-কান্না, স্বপ্ন। তারা স্বপ্ন দেখে এমন একটা জীবনেরÑ যে জীবন দোয়েলের, ফড়িংয়ের। এনটিভিতে ২০১৯ সালের ২ এপ্রিল ‘ফ্যামিলি ক্রাইসিস’ প্রচার শুরু হয়েছিলো। ১৮২ পর্বে এসে গতবছরের ২ ফেব্রুয়ারি এর প্রচার শেষ হয়। এ সময়ে নাটকটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো। এর প্রতিটা চরিত্রকে তারা আপন করে নিয়েছিলÑ খলিল, শেফালি খালা, রায়হান, ঝুমুর কিংবা ভাবী। শেষ পর্ব প্রচারের আগে পরিচালক বলেছিলেন, এর নতুন সিজন আসবে না। তবে পর্বটি প্রচারের পর দর্শকদের দাবির মুখে জানান সিজন টু আসবে। এমনকি কাহিনি আগে যেখানে শেষ হয়েছিলো সেখান থেকেই শুরু হবে। তবে পরিচালক তার সিদ্ধান্ত বদলেছেন। না, সিজন টু আনার সিদ্ধান্ত থেকে সরে আসেননি। নতুন সিজনের নাম হবে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’। তবে তা সিক্যুয়েল হচ্ছে না। ‘নতুন সিজনের গল্প হবে নতুন কোন পরিবারের অন্য কোনো সংকটের গল্প। যেখানে চরিত্রগুলোর নাম একই থাকবে। অভিনয়শিল্পীও নব্বই শতাংশ আগের শিল্পীরা থাকবেন’Ñ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এর বিষয়বস্তু নিয়ে এতটুকু ধারণা দিলেন রাজ। জানালেন, আগামী নভেম্বর থেকে শুটিং শুরু করবেন। ‘ফ্যামিলি ক্রাইসিস’ এনটিভিতে প্রচারিত হতো প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ। ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ কোনো চ্যানেলে প্রচারিত হবে তা এখনও ঠিক হয়নি। রাজ জানালেন, দুটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা চলছে। আর ইউটিউবে দেখা যাবে সিনেমাওয়ালার চ্যানেলে।
আরও পড়ুন
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়