রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৫০মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইট বিজি-৫৮৪ সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে সিংঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাই -সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
—-ইউএনবি
আরও পড়ুন
কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
হামলার আগে গাজার অধিবাসীদের শহর ছাড়তে বললো ইসরায়েল
রোববার থেকে গণছুটিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা