July 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 21st, 2025, 9:56 pm

সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ পেলেন শাহরাস্তি সাখাওয়াত হোসেন (শরীফ)

আহসান হাবিব পাটওয়ারীঃ
শাহরাস্তির কৃতি সন্তান শাখাওয়াত হোসেন শরীফ কে সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সিঙ্গাপুরে বাংলাদেশ রেমিটার্স সম্মাননা-২০২৫ সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (২০ জুলাই) সিঙ্গাপুরের নভোটেল হোটেলের জেড বলরুমে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সিংগাপুরের সকল এক্সচেঞ্জ হাউজ মিলে। উনাকে প্রাইম এক্সচেঞ্জ হাউজ মনোনীত করেন যা প্রাইম ব্যাংক লিমিটেডের একটি আন্তর্জাতিক রেমিট্যান্স প্রতিষ্ঠান।

সাখাওয়াত হোসেন (শরীফ) বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি কমেডিটি কানেক্ট প্রাইভেট লিমিটেড এর শাহজালাল ব্র্যান্ডের কাউন্টি ম‍্যান‍্যজার হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘বৈধপথে রেমিট্যান্স পাঠানো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সরকার এ বিষয়ে নানা সুযোগ-সুবিধা চালু করেছে।’

এ সময়ে অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের CEO মোহাম্মদ সামিউল্লাহ সহ সৈয়দ আবু নাসের বখতিয়ার, সিঙ্গাপুরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম, টাকরাল গ্রুপের চেয়ারম্যান ঘুরমেট সিং এবং সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী, ব্যাংক ও রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাখাওয়াত হোসেন (শরীফ) এই প্রথম শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন। তার এ অর্জন শুধু চাঁদপুরের নয়, গোটা দেশের প্রবাসী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।