January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 8:26 pm

‘সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২১’-এ সেরা ‘অ্যাশেজ’

অনলাইন ডেস্ক :

এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। দীর্ঘ দেড় দশকের পথচলায় ব্যান্ডটি প্রায় দুই ডজন গান উপহার দিয়েছে। এর প্রায় সবগুলোই ভক্তদের ঠোঁটে ঠোঁটে ঘুরে বেড়ায়। আর কনসার্টে চিৎকার করে গলা মেলায় ব্যান্ডটির সঙ্গে। শ্রোতাদের ভালোবাসা তো আছেই, এবার ‘অ্যাশেজ’র ঝুলিতে যুক্ত হলো স্বীকৃতিও। দেশের সেরা ব্যান্ড হিসেবে পুরস্কার পেলো এটি। সম্প্রতি অনুষ্ঠিত ‘সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২১’ অর্জন করেছে ব্যান্ডটি। ‘উড়ে যাওয়া পাখির চোখে’ গানের জন্য পুরস্কারটি পেয়েছেন তারা। অনুষ্ঠানে ‘অ্যাশেজ’ সদস্যদের হাতে পুরস্কারের ট্রফি ও সনদ তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ অর্জনে ব্যান্ডের সমন্বিত বক্তব্য হলো, ‘গত ১৫ বছরে আমরা যত কাজ করেছি, তার স্বীকৃতি হিসেবে এই প্রাপ্তি আমাদের জন্য গৌরবের। আমরা বিশ্বাস করি, সেরা ব্যান্ড বিভাগে আমরা যে পুরস্কার পেয়েছি, তা শুধুমাত্র শ্রোতাদের ভালোবাসার সুবাদেই সম্ভব হয়েছে। তাই সেই শ্রোতাদের জন্যই পুরস্কারটি উৎসর্গ করছি। বিশেষ করে যারা ‘অ্যাশেজ’র কনসার্ট দেখার জন্য প্ল্যাকার্ড হাতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়।’ ‘সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২১’-এ সেরা ব্যান্ড ক্যাটাগরিতে আরও দুটি ব্যান্ড মনোনয়ন পেয়েছিলো। এগুলো হলো ‘শূন্য’ (বেহুলা) ও ‘শিরোনামহীন’ (এই অবেলায়)। গেলো বছর বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী হিসেবে আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্ফটিফাই’-এর দুবাই হেডকোয়ার্টারে আমন্ত্রণ পেয়েছিলেন ‘অ্যাশেজ’র দলনেতা ও ভোকাল জুনায়েদ ইভান। এরপর গেলো ডিসেম্বরে ব্যান্ডটি একটানা ইউরোপের তিনটি দেশে (নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্স) কনসার্ট করে এসেছে। শিগগিরই তাদের কলকাতা সফরে যাওয়ার কথা রয়েছে। ‘অ্যাশেজ’র লাইনআপে রয়েছেন- জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।